Friday, December 23, 2016

নতুন বছরে চমক দেখাবেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ!




আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে আরেকটি নতুন বছর নতুন বছরে সকলেই পুরাতন বছরের জীর্ণ-শীর্ণ পরিস্থিতি ভুলে নতুন উদ্যোমে শুরু করতে চায়
সেক্ষেত্রে পিছিয়ে নেই বিশ্বের সবচেয়ে মোটা মানুষ জুয়ান পেড্রোও। তাইতো নতুন বছরে তিনিও দেখাতে চান নুতন চমক।  
২০১৭ সালে মেক্সিকান নাগরিক ৩২ বছর বয়সী জুয়ান পেড্রো তিনি তার অর্ধেক ওজন কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটাই হবে তার নতুন বছরের নতুন চমক। বর্তমানে তার ওজন ১৩০০ পাউন্ড অর্থাৎ ৫৯০ কেজি।
জুয়ান পেড্রোর চিকিৎসক জোসে ক্যাস্তানেদা ক্রুজ জানান, জুয়ান ইতোমধ্যেই অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ফুসফুসের সমস্যায় আক্রন্ত। সুস্থ থাকার জন্য তার ওজন কমানো জরুরি হয়ে পড়েছে।
জুয়ানের চিকিৎসক দল জানায়, নতুন বছরে ছয় মাস অন্তর দুটি ভাগে তার দেহে অস্ত্রপচার করা হবে। প্রথম অস্ত্রপচারে তার পাকস্থলি থেকে থেকে তিন-চতুর্থাংশ স্থূলতা সরিয়ে নেওয়া হবে। আর বাকি ছয় মাসে তার ওজন কমিয়ে অর্ধেকে আনা সম্ভব হবে।

No comments:

Post a Comment