Friday, December 23, 2016

পুরনো টুথব্রাশের ৮টি ব্যবহার - না পড়লে মিস করবেন




টুথব্রাশ পুরনো হলেই আমরা তা ফেলে দেই অথচ সেই পুরনো টুথব্রাশেই লুকিয়ে আছে অনেক সমস্যার সমাধান
জেনে নিন পুরনো টুথব্রাশের ৮টি ব্যবহার-
জুতায় কাদা লাগলে কাজে লাগান পুরনো টুথব্রাশ। ঝেড়ে ফেলুন ময়লা। জুতা হবে আগের মতোই ঝকঝকা।
কম্পিউটারের কিবোর্ডের ফাঁকে জমে থাকা ধুলাও কিন্তু অনায়াসে এই টুথব্রাশ দিয়ে ঝেড়ে ফেলতে পারেন।  
জামাকাপড়ে খাবারের দাগ ওঠানো মুশকিল। বেশিক্ষণ সাবানে ভিজিয়ে রাখলে রং উঠে যায়। তাই দাগের জায়গায় সাবান লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। দাগ উঠে যাবে।
স্টিলের কলে পানির দাগ ধরে যায়। হাত দিয়ে ঘষলেও লাভ হয় না। কাজে লাগান টুথ ব্রাশ। কলে ভিনিগান লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে তুলুন।
রুপা বা সোনার সূক্ষ্ম গয়নার ফাঁকে ময়লা জমে। কাপড় দিয়ে ঘষে সেগুলো তোলা সম্ভব নয়। ব্রাশে শ্যাম্পু লাগিয়ে হালকা হাতে ঘষুন। ময়লা উঠে যাবে।
শীতকাল এলেই পায়ের গোড়ালি ফাটে। গরম জলে পা ডুবিয়ে রাখুন। তারপর টুথব্রাশ দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া তুলুন। এর পর ক্রিম লাগাতে ভুলবেন না।
চিরুনির ফাঁকে ময়লা তোলার জন্যও দারুণ কাজে আসবে টুথব্রাশ। সাবান পানিতে চিরুনি ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ব্রাশ দিয়ে ঘষে ময়লা বের করুন।
রান্নাঘরে টাইলসের ফাঁকে ময়লা জমে। সেগুলও টুথব্রাশ দিয়ে অনায়াসে পরিস্কার করা যাবে।  

No comments:

Post a Comment