Friday, January 13, 2017

বাজারে আসছে নোকিয়া ৬, ফোনটির ফিচার সম্পর্কে জানলে অবাক হবেন ! Nokia 6


একটা সময়ে বাজারে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল বহুজাতিক মোবাইল ফোন সংস্থা ‘নোকিয়া’। তবে আধুনিক স্মার্টফোনের বাজারে অন্য কোম্পানির সঙ্গে পাল্লায় টিকে থাকতে পারেনি এই সংস্থা।
বহু নোকিয়াপ্রেমী মানুষ অপেক্ষা করেছিলেন কবে নোকিয়া নিজস্ব স্মার্টফোন নিয়ে বাজারে আসবে।
এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। দুরন্ত কিছু ফিচার নিয়ে বাজারে আসতে নোকিয়া ৬। নোকিয়ার নিজস্ব কোনও স্মার্টফোন।
সংস্থার তরফে জানানো হয়েছে জানুয়ারি মাসেই ফোনটি দেশের বাজারে লঞ্চ করতে চলেছে। এক নজরে দেখে নিন কী কী ফিচার থাকছে এই ফোনটিতে।
নোকিয়া ৬
• অ্যান্ড্রয়েড ৭.০ নৌগাট
• কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০
• অক্টাকোর ১.৪ গিগাহার্ৎজ প্রসেসর
• ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি
• ৪ জিবি র‌্যাম
• প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল
• সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
• থাকছে ফেস ডিটেকশন, অটোফোকাস
• ৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন
• ১০৮০x১৯২০ পিক্সেল রেজোলিউশন
• মাল্টি টাচ সিস্টেম
• কর্নিং গরিলা গ্লাস
• ব্যাটারি ৩০০০ এমএএইচ
• ৩.৫ এমএম জ্যাক
• ৪জি সাপোর্ট
• ফোনটির দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ১৭০০০ টাকা
মাইক্রোসফ্টের সঙ্গে নোকিয়ার চুক্তি হওয়ার পর প্রায় ২ বছর কোনও ফোন তৈরি করেনি নোকিয়া।

স্যামসাং, মাইক্রোম্যাক্স, অ্যাপল-এর ভিড়ে নোকিয়া ফের কতটা বাজার দখল করতে পারবে সেটাই এখন দেখার।

No comments:

Post a Comment