Friday, January 13, 2017

এবার ডাবল সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান!


সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার। ব্যাট হাতে এবার চমকে দিয়েছেন। ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলে বাজিমাত সৃষ্টি করলেন।
এখানে ৩০টি চার মেরেছেন তিনি। ১৯৯ রানের পর কিছুটা
অপেক্ষা করেন সাকিব। পরে ঠিকই চার মেরে ডাবল সেঞ্চুরি করেন আল হাসান। তার রান গিয়ে দাঁড়ায় ২০৩।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে রানের পাহাড়ের দিকে। টেস্ট দলনেতা মুশফিকও ছিলেন ডাবল সেঞ্চুরির পথে।
তবে ১৫৯ রানে বিদায় নেন তিনি। সর্বশেষ খবরে সাকিবের সঙ্গী সাব্বির রহমান। দলীয় রান ৫২০।

টেস্ট অধিনায়ক মুশফিকের ইনিংসে ছিলো ২৩ টি চার ও একটি ছয়ের মার। বাংলাদেশ দল হয়তো ৬০০ রানের মত সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংসের সমাপ্তি করবে।

No comments:

Post a Comment