হয়ত আপনারা শুনে অবাক হয়েছেন। কিন্তু এটাই বাস্তবতা যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির তোরাজা গ্রামের রীতি অনুযায়ী একজন মৃতকে কবর দেয়া হয়না এবং রেখে দেয়া হয় নিজেদের সাথেই বিশেষ কফিনে।
একটি নির্দিষ্ট দিনে এই মৃতদের কফিন থেকে বাহির করে আগুনে দাহ করা হয় নতুন পোশাক।
প্রতিবছর পরিবারের যেসব সদস্য মারা যায় সবাইকেই তুলা হয় কফিন থেকে এবং মৃত স্বজনদের বিশেষ কফিন কিংবা মাটির গুহা থেকে তুলে মরদেহ পরিষ্কার করা বিশেষ প্রক্রিয়াতে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির তোরাজা গ্রামের রীতি অনুযায়ী
আঞ্চলিকভাবে এই অনুষ্ঠানটির নাম ‘মাইনেনে’ বা মরদেহ পরিষ্কারের অনুষ্ঠান। এই দিন স্থানীয়রা নিজ নিজ পূর্বপুরুষ কিংবা সদ্য মারা যাওয়া আত্মীয়দের কফিন থেকে বাইরে আনে। বিশেষ সুগন্ধি দিয়ে তাদের পড়ানো হয় নতুন পোশাক।
পরে বিশেষ স্থানে দাড় করানো হয় একে একে। পরিবারের সকল সদস্য অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন পোশাক এবং ভালো খাবারের আয়োজন করে।
এছারা মৃতদের জন্যও কেনা হয় নতুন নতুন পোশাক। নতুন পোশাক পড়িয়ে কেউ কেউ আবার মৃতদের হাটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। তাদের গ্রাম ঘুরিয়ে দেখানো হয়।
তোরাজা গ্রামের মানুষরা মনে করেন মৃত্যুর পর কবর না দিয়ে নিজদের পূর্বপুরুষের মৃত দেহ রেখে দিয়ে নির্দিষ্ট সময় পর তা তুলে দেখা পরিবারের জন্যই ভালো।
এছারা এতে করে পরবর্তী প্রজন্ম নিজেদের পূর্বপুরুষ সম্পর্কে ধারণা পায়। তা ছাড়া তাদের অদ্ভুত রীতি আছে, মৃত ব্যক্তি যে শহরে জন্মেছেন সেই শহরেই বা গ্রামে তাকে সমাহিত করতে হবে।
তাই অনেক ক্ষেত্রে এক গ্রামে জন্মনেয়া মৃত ব্যক্তিকে মৃত্যুর পরে হাটিয়েই নিয়ে যাওয়া হয় তার জন্ম স্থানে!
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির তোরাজা গ্রামের এমনটাই রীতি । এমনি অসংখ্য ধর্ম, মত, রীতি, নীতি ও নিজস্ব সংস্কৃতি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
সূত্রঃ এইবার্তা
প্রিয় পাঠক, এরকম অসংখ্য সংবাদ পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক দিন==>
No comments:
Post a Comment