Saturday, December 24, 2016

পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ ৫ জন পিতা-মাতার কাহিনী ! | The Youngest Parents in The World



বিস্ময়কর এই পৃথিবীতে প্রতিদিনই ঘটে চলেছে আজব সব ঘটনা তার মধ্যে কিছু রয়েছে রটনা অথাৎ যার কোন প্রমাণ নেই কিন্তু না, আজ আপনাদের সামনে এমন কিছু সত্য কাহিনী তুলে ধরব যা শুনলে আপনার চোখ কপালে উঠবে হ্যাঁ আজ আমরা পৃথিবীর সবচেয়ে অল্প বয়সী   জন পিতা-মাতা এর সম্পকে জানব
লিনা মদিনা:



লিনা মদিনা পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ মা যিনি কিনা মাত্র বছর বয়সে ১৯৩৯ সালের ১৪ মে এক পুত্র সন্তনের মা হন তার বাবা-মা তার শরীরের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করেন এবং ডাক্তারের সরনাপন্ন হন ডাক্তার তাদের জানান লিনা মদিনা মাসের অন্তস্বত্তা সবচেয়ে অবাক বিষয় এই সন্তানের খোঁজ কখনও মেলেনি
সেন্স্টুয়ার্ট এমা ওয়েবস্টার :



সেন্স্টুয়ার্ট  মাত্র ১২ বছর বয়সে বাবা হন তার সন্তানের মাতা ছিলেন ১৫ বছর বয়সী এমা ওয়েবস্টার, যদিও তাদের ভিতরে কোন বৈবাহিক সম্পক ছিল না তারা তাদের সন্তানকে লালন-পালনের জন্য লিভ্‌-টুগেদ্যার করতে রাজি হন কিন্তু পরবতীতে সেন্স্টুয়ার্ট জেলে থাকার সময় এমা ওয়েবস্টার অন্যত্র বিবাহ করেন
এপ্রিল ওয়েবস্টার নাথান ফিশ্ব্রান :



এপ্রিল ওয়েবস্টার নাথান ফিশ্ব্রান ছিলেন ব্রিটেনের অধিবাসী এপ্রিল ওয়েবস্টার যখন ১২ বছর এবং নাথান ফিশ্ব্রান যখন ১৩ বছর বয়সী, তখন তারা এক শিশু সন্তানের পিতা-মাতা হন সন্তানকে লালন-পালনের জন্য তারা একসাথে বসবাস করতে থাকেন
এলিশা গ্রীকসন্  :



এলিশা গ্রীকসন্মাত্র ১২ বছর বয়সে অপরিচিত পুরুষ দ্বারা গর্ববতী হন তিনি সন্তানের জম্মদানের পূর্ব পর্যম্ত তিনি লুকায়িত ছিলেন পরবর্তী বছর তিনি একই পুরুষের দ্বারা গর্ববতী হন
টিয়া ডেভিস জর্ডন উইলিয়াম  :



টিয়া ডেভিস জর্ডন উইলিয়াম ১৪ বছর বয়সে পিতা-মাতা হন একই ভাবে তারা পৃথিবীর সর্বকনিষ্ঠ দাদু-দিদিমা

No comments:

Post a Comment