বিস্ময়কর এই পৃথিবীতে
প্রতিদিনই ঘটে চলেছে আজব সব
ঘটনা ।
তার মধ্যে
কিছু রয়েছে
রটনা অথাৎ
যার কোন
প্রমাণ নেই
। কিন্তু না, আজ আপনাদের
সামনে এমন
কিছু সত্য
কাহিনী তুলে
ধরব যা
শুনলে আপনার
চোখ কপালে
উঠবে।
হ্যাঁ আজ
আমরা পৃথিবীর
সবচেয়ে অল্প
বয়সী ৫ জন পিতা-মাতা
এর সম্পকে
জানব।
১। লিনা
মদিনা:
লিনা মদিনা পৃথিবীর
সবচেয়ে কনিষ্ঠ
মা যিনি
কিনা মাত্র
৫ বছর
বয়সে ১৯৩৯
সালের ১৪
ই মে
এক পুত্র
সন্তনের মা
হন।
তার বাবা-মা তার
শরীরের অস্বাভাবিক
বৃদ্ধি লক্ষ্য
করেন এবং
ডাক্তারের সরনাপন্ন হন। ডাক্তার
তাদের জানান
লিনা মদিনা
৭ মাসের
অন্তস্বত্তা। সবচেয়ে অবাক বিষয়
এই সন্তানের
খোঁজ কখনও
মেলেনি।
২। সেন্
স্টুয়ার্ট ও এমা ওয়েবস্টার :
সেন্ স্টুয়ার্ট
মাত্র ১২ বছর বয়সে বাবা
হন।
তার সন্তানের
মাতা ছিলেন
১৫ বছর
বয়সী এমা
ওয়েবস্টার, যদিও তাদের ভিতরে কোন
বৈবাহিক সম্পক
ছিল না। তারা
তাদের সন্তানকে
লালন-পালনের
জন্য লিভ্-টুগেদ্যার করতে
রাজি হন। কিন্তু
পরবতীতে সেন্
স্টুয়ার্ট জেলে থাকার সময় এমা
ওয়েবস্টার অন্যত্র বিবাহ করেন।
৩। এপ্রিল
ওয়েবস্টার ও নাথান ফিশ্ব্রান
:
এপ্রিল ওয়েবস্টার ও
নাথান ফিশ্ব্রান ছিলেন
ব্রিটেনের অধিবাসী। এপ্রিল ওয়েবস্টার
যখন ১২
বছর এবং
নাথান ফিশ্ব্রান যখন
১৩ বছর
বয়সী, তখন
তারা এক
শিশু সন্তানের
পিতা-মাতা
হন।
সন্তানকে লালন-পালনের জন্য
তারা একসাথে
বসবাস করতে
থাকেন।
৪। এলিশা
গ্রীকসন্ :
এলিশা গ্রীকসন্ মাত্র
১২ বছর
বয়সে অপরিচিত
পুরুষ দ্বারা
গর্ববতী হন। তিনি
সন্তানের জম্মদানের
পূর্ব পর্যম্ত
তিনি লুকায়িত
ছিলেন।
পরবর্তী বছর
তিনি একই
পুরুষের দ্বারা
গর্ববতী হন।
৫। টিয়া
ডেভিস ও
জর্ডন উইলিয়াম :
টিয়া ডেভিস ও
জর্ডন উইলিয়াম
১৪ বছর
বয়সে পিতা-মাতা হন। একই
ভাবে তারা
পৃথিবীর সর্বকনিষ্ঠ
দাদু-দিদিমা
No comments:
Post a Comment