Monday, December 26, 2016

পৃথিবীর সর্বকালের সেরা ধনী ! The Richest Man in the World Ever



এই গ্রহের এযাবতকালের সবচেয়ে ধনী মানুষ কে- এমন প্রশ্ন যখনই আমরা পাই তখন প্রথমেই আমাদের মনে আসে যাদের নাম তারা হলেন বিল গেটস, ওয়ারেন বাফেট, কার্লোস স্লিম অথবা রথসচাইল্ড পরিবারের কথা। কিন্তু আমাদের মধ্যে এমন লোক কমই আছেন যারা জানেন বা চিন্তা করেন মালি-র চতুর্দশ শতকের রাজা মানসা মুসা I -র কথা যিনিই ইতিহাসের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হিসাবে স্বীকৃতি পেয়েছেন। সম্প্রতি নতুন এক সমীক্ষায় এমন তাক লাগানো খবর পাওয়া গেছে। কি পুরাই টাস্কি খেলেন মনে হয়! সোজা হয়ে বসেন। আরও অনেক চমক অপেক্ষা করিতেছে।

৪০০ বিলিয়ন US ডলার এর সমপরিমাণ অর্থ (Inflation-Adjusted) নিয়ে মানসা মুসা I ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কেউ হয়ত আঁখি যুগল কপালে তুলিয়া ভ্রু কুচকাইয়া বলিতেছেন, ‘এই মুসা সাহেব আবার ক্যাঠা’। উনার পরিচয় দেয়া হবে যথাস্থানে। খুব চমকপ্রদ ব্যাপার হলো একালের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি কার্লোস স্লিম মাত্র (!!!) ৬৮ বিলিয়ন US ডলার নিয়ে আছেন তালিকার প্রায় তলানিতে, মানে ২২তম নম্বরে!! নিশ্চয়ই কেউ কেউ বলছেন “কস্কি রে মোমিন!!! ... ধীরে বন্ধু ধীরে। পিকচার আভি বি বাকি হ্যায়.... 

Celebrity Net Worth Website সর্বকালের সবচেয়ে ধনী ২৫ জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এটাকে Top 25 বলা হলেও, এখানে নাম আছে ২৬ জনের। জরিপের সময়ের পরিধি ধরা হয়েছে আজ থেকে গত ১০০০ বছর। তবে হিসেবটা ১০০০ বছরের হলেও এটাকে অনায়াসেই ইতিহাসের সর্বসেরা হিসাবেই ধরা যেতে পারে। এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখ না করলেই নয়, তা হলো কোন নারী এই তালিকাতে নেই। প্রিয় ভগিনীগণ, খোদার কসম করে বলছি এখানে কোন প্রকার স্থুল বা সূক্ষ কারচুপি হয়নি। হয়নি কোন ষরযন্ত্রও। আসলে এরা সবাই বিলিয়ন ট্রিলিয়নপতি। হাহাহ। যাই হোক, উক্ত তালিকার মধ্যে মাত্র ৩ জন সৌভাগ্যবান ব্যক্তি বাদে আর সবাই ইহজীবনের ভবলীলা সাঙ্গ করে অনন্তকালে পাড়ি জমিয়েছেন। যে তিনজন এখনও এই রঙের দুনিয়াতে দিব্যি বেঁচেবর্তে আছেন তাদের সবাইকে আমরা খুব ভাল করে জানি। এখানে আর একটা তথ্য যোগ করা যেতে পারে, ২৬ জনের ভেতরে ১৫ জনই আমেরিকান। শালার ইয়াংকি! টাকা বানানোর মেশিন এক একটা !!!

শীর্ষ ধনী বাছাইয়ের ক্ষেত্রে একটা ফরমুলা মেনে চলা হয়েছে। তা হলোঃ ১৯১৩ সালের ১০০ মিলিয়ন $ আজকের দিনের ২.২৯৯ বিলিয়ন ডলারের সমান।

কে এই মানসা মুসা I (১২৮০-১৩৩১)?

মানসা মুসা I ১৩০০ শতকের প্রারম্ভে পশ্চিম আফ্রিকার Malian Empire এর রাজা ছিলেন। তাকে রাজাদের রাজা বলা হত। তিনি লবণ এবং সোনা উৎপাদন করে এমন বিপুল অর্থ-বিত্তের মালিক হয়েছিলেন। তখনকার মোট সোনা উৎপাদনের শতকরা ৬০ ভাগ তার দেশ যোগান দিত। মানসা মুসা I একজন ধার্মিক মুসলিম রাজা ছিলেন। তিনি তার দেশে অনেক মসজিদ, মাদ্রাসা স্থাপন করেন। তার আমলে নির্মিত ইতিহাসের বৃহত্তম কাচা ইটের মসজিদ আজোও কালের স্বাক্ষী হিসাবে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। কথিত আছে তিনি প্রতি শুক্রবার একটি করে মসজিদ নিমাণ করতেন। তিনি ১৩২৪ সালে হজ্বব্রত পালন করার নিমিত্তে মক্কা গমন করেন। তার ৬০,০০০ সঙ্গীর সাথে ১২,০০০ দাস ছিল যাদের প্রত্যেকের কাছে ছিল ৪ পাউন্ড এর বেশী করে সোনার বার এবং হাতে ছিল একটি করে সোনার রাজদন্ড। যাত্রাপথে ঈজিপ্ট-এর রাজার আমন্ত্রণে তিনি সদলবলে কায়রো গমন করেন এবং তিনমাস যাবত সেখানে অবস্থান করেন। কায়রো ছিল তখনকার সবচেয়ে বড় সোনার বাজার। তিনি সেখানকার লোকদের এত সোনা দান করেন যে রাজপরিবারের সদস্য থেকে দাস-দাসী কেউই বাদ যায়নি। ইতিহাস স্বাক্ষ্য দেয়, তার এই অকাতরে দানের ফলে সেদিনের কায়রোর সোনার বাজারে পুরা ধ্বস নামে। প্রায় ১০ বছর লাগে এই ধকল কেটে উঠতে। তিনি মদিনাতেও অনেক দান করেন। তার এই দানের গল্প কায়রো, বাগদাদ, মদিনার মানুষগণ বংশ পরস্পরায় করত। ১৩৩১ সনে মানসা মুসা I এর মৃত্যুর পর তার উত্তারাধিকারীগণ এই বিপুল বিত্ত বৈভব ধরে রাখতে পারেননি। সেটা অন্য ইতিহাস।

এই তালিকার দ্বিতীয় নম্বরে আছেন রথসচাইল্ড পরিবার (এরা জাতে ইহুদী। এদের পারিবারিক ইতিহাস পড়লে আপনার মাথা ঘুড়ে যেতে বাধ্য)। যারা এখনো এই গ্রহের শীর্ষ ধনীদের অন্যতম। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৫০ বিলিয়ন US ডলার। অন্যদিকে জন ডি রকফেলার নামের আমেরিকান ভদ্রলোক আছেন তালিকার তিন নম্বরে। ১৯৩৭ সালে মৃত্যুর সময় তার মোট সম্পদের পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন US ডলার।

মিঃ গেটস অবশ্য তালিকায় আছেন। তবে তিনি টপ টেন-এ নেই। ১৩৬ বিলিয়ন ডলার নিয়ে তিনি তার অবস্থান ১২ নম্বরে। তালিকার সবচেয়ে গরিব ব্যক্তির নাম শুনবেন? তিনি আমাদের সবার পরিচিত ৮২ বছরের বুড়ো মিঃ ওয়ারেন বাফেট। হিসাবমতে তার সবচেয়ে বেশি সম্পদ ৬৪ বিলিয়ন US ডলার নিয়ে বেচারা আছেন সবার শেষে। আহারে! বেচারা আমাদের দেশে এসে শেয়ার ব্যবসা করলেও মান বাঁচত। 

Collected: Somewherein




এক মিনিটে আপনার ফেসবুক প্রফাইল পেজ কে কে দেখেছে:




No comments:

Post a Comment