Monday, December 26, 2016

জেনে নিন বিশ্বের আদিমতম পানি সম্পর্কে ! The Primitive Water in the World




কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা দাবি করেছেন, ২০০ কোটি বছরের পৃথিবীর আদিমতম পানির অস্তিত্ব পাওয়া গেছে দেশটির একটি খনিতে পৃথিবীর জন্মের ২০০ থেকে ২৫০ কোটি বছর পরই যে পানির স্রোতে ভেসে গিয়েছিল পৃথিবী নামের গ্রহ, এটি সেই পানি
ভূপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার গভীরতায় পানির অবস্থান নির্ণয় করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, প্রায় ২০০ কোটি বছর আগেকার জলস্রোত, যা এখনো একটি নির্দিষ্ট এলাকাজুড়ে রয়েছে বদ্ধ জলাশয়ের স্রোতের মতো। এটিই পৃথিবীর 'আদিমতম জলস্রোত' তবে ভূতত্ত্ববিদদের বিশ্বাস, পানি এখনো টিকে রয়েছে আদিমতম অণুজীবকে ঘিরে। যাদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। সাধারণত পৃথিবীতে পানির অস্তিত্ব মেলে পৃথিবীর জন্মের পরই। পৃথিবীর বয়স এখন ৪৫৪ কোটি বছর বলে মনে করছেন গবেষকরা।
Collected: bd-protidin

http://channelvideobd.blogspot.com/2016/12/dont-miss-to-read.html

আতঙ্কের নাম গভীর সাগরের 'ভয়ঙ্কর ভূত'




No comments:

Post a Comment