Wednesday, December 28, 2016

এবার মঙ্গলে সন্ধান মিলল বিশালাকৃতির চামচের!






মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া না গেলেও সম্প্রতি এই গ্রহে একটি বিশাল আকৃতির চামচের সন্ধান পাওয়া গেছে আর এই চামচ আবিষ্কারের মাধ্যমে যারা এলিয়েন বা ভিনগ্রহবাসীদের ব্যাপারে বিশ্বাস করে, তারা মনে করছে মঙ্গলে প্রাণের অস্তিত্বের ব্যাপারে তাদের কাছে গুরুত্বপূর্ণ এক সূত্র এসেছে খবর ডেইলি মেইল এর
নাসার রোভার থেকে পাঠানো ফুটেজে এই বিশাল আকৃতির চামচটি দেখা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গলে দেখতে পাওয়া এটা দ্বিতীয় 'চামচ' কারণেই মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে বলে ফের জোরালো দাবি উঠেছে।
চামচের সঙ্গে আংটি দস্তানার মতো বস্তুর সন্ধানও পাওয়া গেছে। ইউটিউবে ইউএফও হান্টার অ্যাকাউন্টে পোস্ট করার পর ভিডিওটি প্রথমবারের মতো নজরে আসে। ভিডিওতে বর্ণনা করা হয়, ‘মঙ্গলে একটি বড় আকারের চামচ পাওয়া গেছে! এই বস্তু আশ্চর্যজনক! সম্ভবত হারানো সভ্যতা থেকে পাওয়া।
Collected: protidin

No comments:

Post a Comment