পরিবেশবান্ধব যানবাহনের কথা
বললে সবার আগে
মনে পড়বে সাইকেলের কথা। কিন্তু
এবার ভারতের বিজয়
শর্মা পরিবেশবান্ধব সাইকেল
বানিয়ে চমকে দিয়েছেন বিশ্বকে।
বিজয়
সাইকেল বানিয়েছেন বাঁশ
দিয়ে। বহু বছর
ধরেই বাঁশের সাইকেল
বানিয়ে বিশ্বকে তাক
লাগিয়ে চলেছেন বিজয়।
তার বাবার ছিল
ছুতোরের দোকান। বাবার
কারখানায় খুব ছোট
থেকে কাজ আর
ঘোরাঘুরির অভিজ্ঞতাই অবশেষে
পরিণত হল এই
পরিবেশবান্ধব সাইকেলে!
বিজয়
শর্মার এই সাইকেলের ফ্রেম
তৈরি হয়েছে পাকা
বাঁশ দিয়ে। সাইকেলের বডির
বাকিটুকুতে ব্যবহার করা
হয়েছে ফাইবার। শুধু
হাতল, চাকা আর
প্যাডেলে ব্যবহার করা
হয়েছে ধাতু! অর্থাৎ
সাইকেল তৈরির সময়
ধাতু গলাতে গিয়ে
যেটুকু পরিবেশ দূষণ
হয়, এখানে সেই
সম্ভাবনাও নেই!
Collected : protidin
No comments:
Post a Comment