Monday, January 9, 2017

যে কারনে নিষিদ্ধ হলেন হানি সিং, রাফতার ও বাদশা !


বেঙ্গালুরুর গণশ্লীলতাহানির পর বহু মানুষ বহু রকম মন্তব্য করেছেন। কেউ অভিযোগের আঙ্গুল তুলেছে মহিলাদের পোষাকের দিকে, কেউ বা দেশে পাশ্চাত্য সংস্কৃতির আধিপত্যের দিকে।
কিন্তু দিনের পর দিন যেভাবে মহিলাদেরকে পুরুষশাসিত সমাজে লিঙ্গ-বৈষম্যের শিকার হতে হয় তা পর্দার আড়ালেই থেকে যায়।
এই প্রথার বিরুদ্ধে দিল্লি ইউনিভার্সিটির মহিলা কলেজগুলি যা পদক্ষেপ নিয়েছে তা লক্ষনীয়। কলেজের ছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন যে কলেজের অনুষ্ঠানে হানি সিং বা বাদশার মত কোনও র‍্যাপ শিল্পীকে আনা হবে না।
হানি সিং এর ‘ছোটি ড্রেস মে বম্ব লাগতি তু’ বা বাদশার ‘আজা বেবি তেরা গানা বাজা দু’ বা ‘আজ রাত ক্যা সিন বানালে’
এই ধরনের গানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কলেজের ছাত্রীরা। তাদের মতে এই সমস্ত র‍্যাপ শিল্পীদের গানে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করা হয়ে থাকে।
এছাড়া গান গুলিতে রয়েছে যৌন সুড়সুড়ি ও লিঙ্গ-বৈষম্যের ছোঁয়া। এই র‍্যাপ শিল্পীদের চাহিদা সারা দেশ জুড়ে তুঙ্গে।
অনুষ্ঠানে স্পনসর পেতেও অসুবিধা হয় না। কিন্তু সমাজে কুপ্রভাব ফেলতে এই গানগুলির ভূমিকা অনেকটা বলে মনে করেন দিল্লি ইউনিভার্সিটির কলেজের ছাত্রীরা।
রাস্তায় চলতে গিয়ে এই গানের কয়েক কলি গেয়েই মহিলাদের বিরক্ত করা শুরু করে অনেক পুরুষ।
এই গানগুলির কথা প্ররোচনা দেওয়ার জন্য যথেষ্ট, মনে করেন জিসাস অ্যান্ড মেরি কলেজের ছাত্র সংগঠনের সহ সম্পাদিকা রাভি জোটওয়ানি।

হানি সিং, রাফতার, মিকা সিং বা বাদশার বদলে এই কলেজগুলির ছাত্রীরা কোনও মহিলা সঙ্গীতশিল্পীকে কলেজের অনুষ্ঠানে আনতে চান।

No comments:

Post a Comment