Thursday, January 5, 2017

এবার জেলে বসে স্ত্রীর জন্য বানালেন দেশলাইয়ের তাজমহল!



ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহল আরও একবার তৈরি হল; তবে এবার কারাগারে! কারাগারের ৩ ফুট বাই ৬ ফুটের এক প্রকোষ্ঠে।
উত্তর প্রদেশের আগ্রা (যেখানে তাজমহলের অবস্থান) থেকে মহারাজগঞ্জ, দূরত্ব ৬৩০ কিলোমিটারের (১০ ঘণ্টা ৬ মিনিটের পথ)।
আর সেখানেই নিজের বেগমের জন্য দেশলাইয়ের কাঠি দিয়ে তাজমহল বানালেন ফ্রান্সের নাগরিক আলবার্ট পাসকাল।
২০১৬ সালের অন্তিম লগ্নে দেশলাইয়ের তাজমহলের সম্পূর্ণ রূপসজ্জার কাজ শেষ হয়েছে, আর ২৪ ঘণ্টার মধ্যেই সেই তাজমহল পাড়ি দিয়েছে ফ্রান্সে।
নিজের স্ত্রীর জন্যই ২ বছর ধরে এই শিল্পসৃষ্টিকে রূপ দেওয়ার কথা ভেবেছেন পাসকাল। ২ কেজি ফেভিকল আর ৩০ হাজার দেশলাই কাঠি, তিনমাস নাওয়া খাওয়ায়া ছেড়ে অবশেষে তাজমহলকে সযত্নে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আলবার্ট।
জিনিউজ জানায়, ২০১৪ সালে নেপাল বর্ডার থেকে তিন কেজি চরসসহ ধরা পড়েছিলেন আলবার্ট পাসাকাল।
তারপর থেকে ভারতের উত্তর প্রেদেশের মহারাজগঞ্জ জেলার জেলেই ২ বছর ধরে কারাবাসে রয়েছেন তিনি।

No comments:

Post a Comment