Saturday, January 7, 2017

গুহার ভেতর দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তধন উদ্ধার ! (ভিডিওসহ)


১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিকে আত্মসমর্পণের আগে ফিলিপাইনের ১৪৫টি টানেল গুহায় লুকিয়ে রাখা হয় প্রায় ৮০০ কোটি টাকার ধন-দৌলত যুদ্ধ চলাকালে বিভিন্ন সময়ে ওই ধন-দৌলত লুট করে জাপানের রাজকীয় সেনাবাহিনী জেনারেল তময়ুকি ইয়ামাশিতার নির্দেশেই ওই লুটপাট চালান জাপানি সৈন্যরা
যুদ্ধের পর মানুষের মুখে মুখেইয়ামাশিতার গুপ্তধননামে গল্পটি ছড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে অনেকেই খুঁজে বের করার চেষ্টা করেছেন ইয়ামাশিতার গুপ্তধন। যুদ্ধের প্রায় ৭০ বছরেরও বেশি সময় পর সেই গুপ্তধন খুঁজে পাওয়ার দাবি করেছে গুপ্তধন উদ্ধারকারী একটি দল।
তারা গুপ্তধন উদ্ধারের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ফিলিপাইনে কোনো এক জায়গায় একটি গুহায় রাখা রয়েছে বিপুল পরিমাণ সোনার বার। সেগুলোর পর্যবেক্ষণ করছেন কয়েকজন ব্যক্তি।  
ভিডিওটি ইতোমধ্যেই ইউটিউবে দেড় লাখেরও বেশিবার দেখা হয়েছে। তবে গুপ্তধন বিশেষজ্ঞ পিয়ার্স কেলি জানিয়েছেন, গুপ্তধনের ঘটনাটি গুজব।



No comments:

Post a Comment