Thursday, January 5, 2017

জেনে নিন আপনার মস্তিষ্ক ডানে না বামে?



সব মানুষের মস্তিষ্কের গঠন এক মনে হলেও এতে কিছু পার্থক্য আছে। যেমন কারও মতিষ্ক থাকে ডানে আবার কারও টা বামে।
গান শোনা, ছবি আঁকা, ব্যক্তিত্বের ওপর নির্ভর করে আপনি কোন মস্তিষ্কের অধিকারী। ডান মস্তিষ্কের হয়ে থাকলে ব্যক্তির পছন্দের তালিকায় থাকবে আঁকাআকি আর লেখালেখি।
কিছু বলার আগে তারা কল্পনা করতে ভালোবাসবেন। এরপর তাকে শব্দ দিয়ে ব্যাখ্যা করেন। নতুনভাবে কিছু শেখার ক্ষেত্রেও এ বিষয়টি চোখে পড়ে।
ডান মস্তিষ্কের অধিকারীরা বেশিরভাগ ক্ষেত্রেই খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন। আর উত্তরের ক্ষেত্রে পছন্দ করেন কোনো কিছুকে উদাহারণ হিসেবে সেই উত্তরের সাথে মিলিয়ে সামনে রাখা।
ডান মস্তিষ্কের অধিকারী ব্যক্তির মাঝে কাজ গুছিয়ে রাখার প্রবণতা কম দেখা যায়। এমনটি নয় যে তারা কাজ গুছিয়ে রাখতে চান না। তবে এই ক্ষেত্রে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
ডান মস্তিষ্কের অধিকারীরা এক জায়গায় পড়ে থাকতে পারেন না। যে কোনও ধরাবাঁধা কাজ এদের দিয়ে করানো সম্ভব হয় না। এরা মুক্তমনা হয়ে থাকেন।
এদের চিন্তাধারা যেহেতু শুরু হয় কল্পনার মাধ্যমে তাই এদের দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়িক কাজ করানো সম্ভব হয়ে ওঠে না।
ডান মস্তিষ্কের অধিকারী মানুষেরা দীর্ঘ সময় কিছু মনে রাখতে পারেন না। এদের মনে রাখার ধরন কিছুটা ভিন্ন।
এরা রঙ, বিশেষ কোনো প্রতীক, সেই স্থানের তথ্য ইত্যাদি দিয়ে মনে রাখার চেষ্টা করেন।
-সময়ের কণ্ঠস্বর

No comments:

Post a Comment