Monday, January 9, 2017

বাজারে আসল নোকিয়ার Android ফোন ! Frist Android Phone of Nokia


সম্প্রতি বহু প্রতীক্ষিত নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন এখন বাজারে ফিনিশ সংস্থা এইচএমডি গ্লোবাল স্মার্টফোনটি তৈরি করেছে ২০১৪- পর এই প্রথম নোকিয়া তাদের ব্র্যান্ড নেম লোগোসহ কোন স্মার্টফোন বাজারে আনল  

নোকিয়া একটি মেটাল স্মার্টফোন। দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালেই। এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন। . ইঞ্চির ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে রয়েছে গরিলা গ্লাস। ডিসপ্লে ১০৮০ পিক্সেলের। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে জিবি ্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত। রয়েছে ডুয়াল অ্যামপ্লিফায়ার যা ডলবি অ্যাটমোস সাউন্ড টেকনোলজি সাপোর্টেড।

Nokia Android Phone C1 Full Specification:


Network Technology GSM / HSPA:
 Lunch:     AnnouncedNot announced yet


SIM Micro-SIM
Display Type IPS LCD capacitive touchscreen, 16M colors
Size 5.5 inches (~79.9% screen-to-body ratio)
Resolution 1080 x 1920 pixels (~401 ppi pixel density)
Multitouch Yes
Platform OS Android OS, v7.0 (Nougat)
Chipset Qualcomm MSM8976 Snapdragon 652
CPU Octa-core (4x1.8 GHz Cortex-A72 & 4x1.4 GHz Cortex-A53)
GPU Adreno 510
Memory Card slot To be confirmed
Internal 32 GB, 2 GB RAM
Camera Primary 13 MP, autofocus, LED flash
Features Geo-tagging, touch focus, face detection, HDR, panorama
Video 1080p@30fps
Secondary 5 MP
Sound Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Comms WLAN Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth v4.2, A2DP
GPS Yes, with A-GPS, GLONASS
Radio FM radio
USB microUSB v2.0
Features Sensors Accelerometer, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM
Browser HTML5
Java No
 - MP4/H.264 player
- MP3/WAV/eAAC+/FLAC player
- Photo/video editor
- Document viewer
Battery   Non-removable Li-Ion battery
Misc Colors Black
সম্প্রতি বহু প্রতীক্ষিত নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন এখন বাজারে। ফিনিশ সংস্থা এইচএমডি গ্লোবাল স্মার্টফোনটি তৈরি করেছে। ২০১৪-র পর এই প্রথম নোকিয়া তাদের ব্র্যান্ড নেম ও লোগোসহ কোন স্মার্টফোন বাজারে আনল।
নোকিয়া ৬ একটি মেটাল স্মার্টফোন। দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালেই। এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন। ৫.৫ ইঞ্চির ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে রয়েছে গরিলা গ্লাস। ডিসপ্লে ১০৮০ পিক্সেলের। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত। রয়েছে ডুয়াল অ্যামপ্লিফায়ার যা ডলবি অ্যাটমোস সাউন্ড টেকনোলজি সাপোর্টেড।
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2017/01/09/198646#sthash.cyz7WREW.dpuf

No comments:

Post a Comment